আধিপত্য বিস্তারে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৬ জুন ২০২২
রোহিঙ্গা ক্যাম্পের ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) দিনগত রাত একটার দিকে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সলিম (৩০) কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-২, ওয়েস্ট ব্লক-সি/২ এর আবদু শুক্কুরের ছেলে।

এসপি নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির একপর্যায়ে সলিম নামে এক রোহিঙ্গার শরীরে গুলি লাগে। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, কী কারণে এই গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের জানিয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।