শেরপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ জুন ২০২২

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ জামিল নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামিল সদরের হালগড়া চর বড়ইগাছি এলাকার খলিলুর রহমানে ছেলে।

পুলিশ জানায়, ইউসুফ জামিল বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন। গত ১২ জুন ১২ দিনের ছুটিতে গ্রামের বাড়ি শেরপুরে আসেন। আজ সকালে কেনাকাটা শেষে শেরপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী বলেন, ইউসুফ জামিল ময়মনসিংহে কর্মরত ছিলেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইমরান হাসান রাব্বী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।