যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৬ জুন ২০২২
সন্তানদের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ী আবু সালেহ মাহফুজ আহমেদ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রীসহ ৮ বছর বয়সী এক কন্যা ও তিন বছরের ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাগনে হাসানুজ্জামান বিজয় বলেন, রাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে আটলান্টা শহরের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।