শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৭ জুন ২০২২
নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে পানি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলছে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। ফলে ঝিনাইগাতী সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম, ধানশাইল ইউনিয়নের পাঁচ গ্রাম ও নালিতাবাড়ী উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

sh-(2).jpg

তিনি বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

এমরান হাসান রাব্বী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।