অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৭ জুন ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজনীন আক্তার খুকি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) ভোর ৬টায় সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরজব্বর ডিগ্রি কলেজ গেট সংলগ্ন গার্মেন্টস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নাজনীন আক্তার খুকি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক খুকির ভাগনে আরিফুর রহমান সুমন (৪০) মারাত্মক আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপের চালক খোকনকে (৩৫) আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে শুক্রবার ভোরে ভাগনের মোটরসাইকেলে করে হাজীরহাট থেকে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন নাজনীন আক্তার খুকি। পথে গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়নে। এতে ঘটনাস্থলেই মারা যান খুকি।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।