শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১৩ মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৮ জুন ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার আসামি রাব্বানীকে (৪০) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৭ জুন) দিনগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বানী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।

এসময় তার কাছে থেকে তিনটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল জব্দ করা হয়।

শনিবার (১৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

rab

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা মহল্লায় এরফানের পরিত্যক্ত টিনের বাড়িতে অভিযান চালায়। এসময় অস্ত্রসহ গ্রেফতার করা হয় রাব্বানীকে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

এর আগে রাব্বানীর নামে অস্ত্র ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। ওই পরিত্যক্ত টিনের ঘরে আত্মগোপনে থেকে রাব্বানী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

সোহান মাহমুদ/জেএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।