কক্সবাজারে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৯ জুন ২০২২
ফাইল ছবি

কক্সবাজারে পৃথক বজ্রপাতে তিন জেলে নিহত হয়েছেন। এদের মধ্যে কুতুবদিয়ায় দুজন ও পেকুয়ায় একজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৯ জুন) দুপুরে কুতুবদিয়ার উপজেলার উত্তর ধুরুং চুল্লার পাড়া ও পেকুয়ার আব্দুল্লাহ পাড়ার ভোলা খালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, কুতুবদিয়ার উত্তর ধুরুং চুল্লার পাড়া এলাকার জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুং কাঁচা গ্রামের ছাবের আহমদের ছেলে করিম (৩৫)। অপরজন পেকুয়া উপজেলার আব্দুল্লাহ পাড়ার আলী আহমদ (৫০)।

স্থানীয়রা জানান, সকাল থেকে জেলেরা সমুদ্র তীরে মাছ ধরার ট্রলার মেরামত করছিলেন। বেলা ১২টার দিকে ট্রলারের পাশেই বজ্রপাত ঘটে। এতে দুজন নিহত ও একজন আহত হন।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নেসার আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজনের মৃত্যু হয়। একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে পেকুয়া উপজেলার আব্দুল্লাহ পাড়ার ভোলা খালে বজ্রপাতে আলী আহমদ মারা যান। তিনি মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরতঘোনা এলাকার আহমদ হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাহদুল করিম বলেন, আলী আহমদ পেশায় একজন জেলে। প্রতিদিনের মতো মাছের পোনা শিকার করতে ভোলার খালে যায়। দুপুরে বজ্রপাতের শিকার হন তিনি। পরে তাকে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।