গাঁজা গাছসহ ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৯ জুন ২০২২
রেড মার্ক করা ব্যক্তি ইউপি সদস্য সাইফুল ইসলাম

ময়মনসিংহের ফুলপুরে গাঁজা গাছসহ সাইফুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় আরও দুজনকে গ্রেফতার করা হয়।

রোববার (১৯ জুন) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক একেএম রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন- ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম (৪৫), একই এলাকার জামাল হোসেন (৪২) ও আনিজ্জল রহমান (৪০)।

এর আগে শনিবার (১৮ জুন) রাত ৮টার দিকে ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দী মধ্যবাজার ব্যবসায়ী জামালের দোকানে অভিযান চালিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার কনে র‍্যাব-১৪ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুটি গাঁজা গাছ, দুই পুড়িয়া গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, গাঁজা গাছসহ ইউপি সদস্য ও আরও দুজনকে গ্রেফতারের পর রাতেই থানায় হস্তান্তর করে র‍্যাব-১৪। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মঞ্জুরুল ইসলাম/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।