পায়রা পাড়ে মিলছে বড় ইলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২০ জুন ২০২২
ডালায় সাজিয়ে রাখা ছোট-বড় ইলিশ

পটুয়াখালীর পায়রা পাড়ে দেখা মিলছে বড় ইলিশের। আকার ভেদে এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পায়রার সুস্বাদু ইলিশ। এছাড়াও এখানে পোয়া, আইড়, পাঙ্গাশ, শিলইলসহ নদী এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।

রোববার (১৯ জন) রাতে পায়রা পাড়ে গিয়ে দেখা যায়, বড় সিলভারের পাত্রে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজের ইলিশ। আকার ভেদে বিভিন্ন ধামে বিক্রি হচ্ছে ইলিশ। বেশি দাম হলেও পাড়ে আসা মাত্রই মাছগুলো কিনে নিচ্ছেন ক্রেতারা।

পায়রা পাড়ে মিলছে বড় ইলিশ

মাছ কিনতে আশা পটুয়াখালী শহরের আদালত পাড়া এলাকার বাসিন্দা এনায়েতুর রহমান বলেন, মাঝে মধ্যে মাছ কিনতে এখানে আসি। তাজা মাছ পাওয়া গেলেও দাম কিছুটা বেশি।

সেখানকার মাছ বিক্রেতা জালাল ফকির জানান, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা শুধু পায়রা নদীতে মাছ ধরছে। মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। তবে এর পরও ভালো মানের মাছ কিনতে সবাই পায়রা পাড়েই আসেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।