পদ্মা সেতুর উদ্বোধন: নোয়াখালীতে ১৪ চেকপোস্টে তল্লাশি শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২০ জুন ২০২২
চেকপোস্টে তল্লাশি শুরু করেছে পুলিশ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নোয়াখালীতে পুলিশের ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ৯টা থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এসব নিরাপত্তা চৌকি বসানো হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, জেলার সুধারাম ও বেগমগঞ্জে দুটি করে, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, চরজব্বর, হাতিয়া ও ভাসানচর থানায় একটি করে এবং জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক বিভাগ আরও দুটি চেকপোস্ট চালু করেছে।

jagonews24

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণকে বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ার অনুরোধ করছি।

এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশের টাকায় নির্মিত গর্বের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি, কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, লেজার শো প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।