মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ২০ জুন ২০২২

জয়দেবপুর-বঙ্গবন্ধু রেল সড়কের মির্জাপুরে লাইনচ্যুত হয়ে তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও এক নম্বর বগি সড়ক থেকে ঢালুতে উল্টে গেছে। দুই নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২০ জুন) বিকেলে ৫টা ২০ মিনিটের সময় মির্জাপুর স্টেশনের লুপ লাইনের ট্যাপ পয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনের এলেম (লোক মাস্টার) ফিরোজ শাহ সুলতান ও এ এলেম (সহকারী লোক মাস্টার) জিয়াউর রহমান ইঞ্জিনের ভেতর আটকা পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন মির্জাপুর স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।