নোয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ জেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২০ জুন ২০২২

নোয়াখালীর হাতিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে সাত জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এসময় মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়।

সোমবার (২০ জুন) ভোরে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. নাজিম (২৬), মো. মিজান (৩০), মো. আবদুর রহমান (২৮), মো. মফিজুল ইসলাম (৩৫), মো. মোসলে উদ্দিন (৩৫), মনির হোসেন (২৬) ও মো. মাসুদ (২৫)।

তারা সবাই ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন ওই জেলেদের গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারসহ সাত জেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিল।

নৌপুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে আটক সাড়ে তিন হাজার মিটার কারেন্ট জাল দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। গ্রেফতার জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা হয়েছে।

এদিকে, সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য গত ২০ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।