বিপৎসীমার ওপরে টাঙ্গাইলের সব নদীর পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২১ জুন ২০২২

টাঙ্গাইলের সব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে বেড়েছে নদী ভাঙন। প্রতিদিনই নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে খাবারসহ বিশুদ্ধ পানির সংকট। তবে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা মজুত আছে বলে দাবি করেছেন জেলা প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৪ এবং ধলেশ্বরী নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Tangail-Flood-4.jpg

জানা যায়, পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী এবং ভুঞাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি পাড় উপচে লোকালয়ে প্রবেশ করেছে। ঘরবাড়ি ও আশপাশে পানি প্রবেশ করায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। দেখা দিচ্ছে গো-খাদ্যের অভাব। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ১৮টি ইউনিয়নের ১১৫টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অন্যদিকে সোমবার বিকেলে যমুনার পানির স্রোতে ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী-ভালকুটিয়া সড়ক ভেঙে ছয়টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Tangail-Flood-4.jpg

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, জেলার সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আরও কয়েকদিন পানি বৃদ্ধি পাবে। এছাড়া পানি কমলে ভাঙনের তীব্রতা বাড়বে। ভাঙন রোধে আমাদের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, জেলার কয়েকটি উপজেলাতে বন্যার পানি বাড়ছে। বন্যার্তদের জন্য শুকনা খাবারসহ ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বন্যাকে কেন্দ্র করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া ভাঙনরোধ ও বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।