নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, ১১ জেলে আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২২ জুন ২০২২
মাছ শিকারের অভিযোগে আটক জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (২২ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে তাদের কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।

আটকরা হলেন- ওদুদ মাঝি, রুবেল চৌকিদার, সাঈদ প্যাদা, মঞ্জু মুন্সি, ইলিয়াস সরদার, ওহিদুল হাওলাদার, জুলহাস মাহমুদ, শাহিন প্যাদা, নজরুল হাওলাদার, সোহাগ গাজি ও হারুন চৌকিদার। এরা সবাই রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার বাসিন্দা।

jagonews24

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন জাগো নিউজকে জানান, বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধের চলছে। কিন্তু কিছু অসাধু জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী অভিযানে ১১ জেলে, সাতটি ট্রলার, বিপুল পরিমাণ মাছ ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।