বনের ভেতর মিললো ২ হরিণের চামড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৪ জুন ২০২২
উদ্ধার হওয়া হরিণের চামড়া

বরগুনার পাথরঘাটায় বনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি হরিণের চামড়া উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণঘটা সংরক্ষিত বনের পাশ থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারীরা। পরে উদ্ধারকৃত চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।