হাতিয়ায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ জুন ২০২২
পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করছে পুলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টায় জাহাজমারা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম শুক্রবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হালিমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম পাটোয়ারী জাহাজমারা বাজার থেকে কাটাখালীঘাট গামী সড়কের উত্তরে মেঘনা নদীর পাড় সংলগ্ন সরকারি ফরেস্টের বাগান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

পুলিশ সুপার আরও জানান, হাতিয়া দ্বীপের নিরাপত্তায় পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।