বাসাইলে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে পুকুরে ডুবে সামিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বেলা ১১টায় বাসাইল এসআর পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত সামিয়া ওই এলাকার ছানোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় রফিক রাজু ক্যাডেট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীতে পড়তো।
স্থানীয়রা জানান, সকালে খাবার খেয়ে সামিয়া পাশের বাড়িতে খেলতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সামিয়া বাড়িতে ফেরেনি। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পাশ্ববর্তী মন্দির সংলগ্ন পুকুরে সামিয়ার মরদেহ ভাসতে দেখা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। পরিবার মরদেহ নিয়ে গেছে।
আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম