পানছড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি টিঅ্যান্ডটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) সন্ধ্যার সাতটার দিকে পানছড়ির টিঅ্যান্ডটির পরিত্যক্ত কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় শিশুরা প্রতিদিনের মতো টিঅ্যান্ডটি এলাকায় খেলতে গেলে পঁচা দুর্গন্ধ পায়। এসময় তারা বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয় লোকজন পানছড়ি থানা পুলিশকে খবর দেয়। পরে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আনসারুল করিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এমএএইচ/