অবশেষে ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে বাস যাচ্ছে ঢাকায়
ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু উদ্বোধন হয়েছে চলতি মাসের ২৫ জুন। এরপর থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহনসহ বিভিন্ন যানবাহন।
দক্ষিণবঙ্গের সবকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে অনেকটা অঘোষিতভাবে ফরিদপুর থেকে তা বন্ধ ছিল। ফলে দুদিন ধরে ভেঙে ভেঙে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তবে বুধবার (২৮ জুন) থেকে সরাসরি পরিবহন চলাচলের বিষয়টি জানিয়েছে বাস মালিকপক্ষ।
খোঁজ নিয়ে জানা যায়, ওইদিন করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের বাস ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য ছাড়বে। ঢাকা কদমতলি-বাবু বাজার ব্রিজ সংলগ্ন থেকে পদ্মা সেতু দিয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল পয়সারহাট, লাহুড়িয়া, বেনাপোল রুট দিয়ে নিয়মিত চলাচল করবে এ পরিবহন। প্রতি এক ঘণ্টা পরপর বাস ছাড়বে।
এর সত্যতা নিশ্চিত করেছেনে গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন রিপন। তিনি জাগো নিউজকে বলেন, বুধবার সকাল ৬টায় প্রথম ট্রিপ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী বাস যাবে ঢাকায়। পরবর্তী এক ঘণ্টা পর পর ফরিদপুর থেকে বাস ছাড়া হবে।
ভাড়ার বিষয়ে তিনি বলেন, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত যে ৩৫০ টাকা ভাড়া নিচ্ছি। সেটাই নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।
এন কে বি নয়ন/এসজে/এএসএম