নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, দুই ট্রলার মালিককে জরিমানা
নিলামে বিক্রি হচ্ছে ট্রলার থেকে জব্দ ইলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে বরগুনায় দুই ট্রলারমালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শফিউল নিঞ্জল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পাথরঘাটা এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যায় কয়েকটি ট্রলার। এমন খবরে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে এফ বি আরিফ নামের একটি ট্রলার থেকে ৬০০ কেজি ও এফ বি রায়হান নামের একটি ট্রলার থেকে ৪৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়। এসময় দুই ট্রলার মালিককে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আরএইচ/জিকেএস