বর্তমান সরকার মানুষের জন্য না: গয়েশ্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০২ জুলাই ২০২২
বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দায়িত্বশীল দলের নেতাকর্মী হিসেবে আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা। মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমান সরকার মানুষের জন্য না। বর্তমান সরকার খুনি, দাগি, লুটপাট ও দুর্নীতিবাজদের জন্য। বিএনপি বিশ্বাস করে মানুষ মানুষের জন্য।’

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া গৃহবন্দি আর সুনামগঞ্জবাসী পানি বন্দি পানিবন্দি আর গৃহবন্দির মধ্যে তফাৎ নেই। আমরা দুস্থ, আপনারও দুস্থ। পদ্মা সেতুর উদ্বোধনে কোটি টাকা খরচ না করে সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের জন্য দিলে তাদের উপকার হতো। কিন্তু তা না করে কোটি টাকা খরচ করে ৫০০ বাথরুম তৈরি করা হয়। খুনি, লুটপাটকারী সরকার বিদায় করতে হবে। যাকে পছন্দ করবেন তাকে ভোট দিবেন। জনগণের পছন্দমত নির্বাচিত সরকার গঠন করতে হবে।’

এসময় নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ বক্তব্য রাখেন।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।