আ’লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছে: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০২ জুলাই ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশে পরিবর্তন এনেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন। এতে করে মানুষের আয় বেড়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সরকারের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের।

এম এ মান্নান বলেন, শেখ হাসিনা কাউকে অনাহারে থাকতে দিবেন না। সে যেই হোক তাকে সহায়তা দেওয়া হবে।

পরে পরিকল্পনামন্ত্রী রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র এবং কুশিয়ারা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন।

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।