সৈকতে ভেসে এলো নিখোঁজ দুই শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৫ জুলাই ২০২২

কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জোয়ারের পানি দেখতে গিয়ে কুতুবদিয়াপাড়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৪ জুলাই) দিনগত মাঝরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে আসে।

পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ।

নিহতরা হলো- শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দু’জনের মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, একটি মরদেহ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। ঘণ্টা ব্যবধানে আরেকটি মরদেহ পাওয়া যায়। সেই মরদেহটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।