রোজ শ্যাম্পু করা ‘সুলতান রাজা’র দাম ১০ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৬ জুলাই ২০২২

গায়ের রঙ কালো, পাগুলো সাদা, চলনে আভিজাত্যের ছোঁয়া। এ কারণে নাম রাখা হয়েছে ‘সুলতান রাজা’। সুলতান রাজাকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরচটাং গ্রামের সুলতান ওঝা (৪৫) আড়াই বছর ধরে লালন-পালন করেছেন। এবারের ঈদে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টিকে ১০ লাখ টাকায় বিক্রি করতে চান সুলতান ওঝা।

ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুর সদরের মনোহর বাজার গরু হাটে আনা হয়েছে ষাঁড়টি। হাটের অন্যতম চমক ষাঁড়টি। সুলতান ওঝার দাবি ষাঁড়টির ওজন ৩০ মণ। তিনি এর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। গরুর হাটসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রচার হয়ে আসছে সুলতান রাজার কথা।

সুলতান রাজাকে দেখতে গরু হাটে ভিড় করছেন অনেক মানুষ। সোমবার (০৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মনোহর বাজার গরুর হাটে গিয়ে দেখা যায় শতাধিক মানুষের জটলা। কেউ সেলফি তুলছেন। আবার কেউ শুধু ষাঁড়টির ছবি তুলছেন।

রোজ শ্যাম্পু করা ‘সুলতান রাজা’র দাম ১০ লাখ

তাদেরই একজন পলাশ শেখ বলেন, গরুর হাটে এসে শুনলাম সুলতান রাজা নামে একটি বড় ষাঁড় এসেছে। তাই দেখতে আসলাম, সেলফি তুললাম।

সুলতান ওঝা জানান, ষাঁড়টির দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৭ ফুট। ওজন ৩০ মণ। প্রতিদিন সাধারণ গোখাদ্যের পাশাপাশি ষাঁড়টিকে গোসল করান শ্যাম্পু দিয়ে। তার জন্য ২টি ফ্যান সবসময় চালু রাখা হয়। ২০২০ সালে নিজ পালের গাভী থেকে জন্ম নেয় সুলতান রাজা। প্রয়োজনমতো খাবার ও পরিচর্যায় এর আকৃতি বাড়তে থাকে।

দিন দিন গরুটির ওজন বেড়ে ১ হাজার ২০০ কেজিতে এসে দাঁড়ায়। প্রাণিসম্পদ কর্মকর্তাদের সহযোগিতা ছাড়াই এটি লালন পালন করেছি। ডিজিটাল স্কেলের মাধ্যমে গরুটির ওজন নিশ্চিত হওয়া গেছে।

সুলতান ওঝা আরও বলেন, আদর করে আমার নামের সঙ্গে মিল করে ষাঁড়টির নাম রেখেছি ‘সুলতান রাজা’। আমার খুব আদরের ষাঁড় এটি। যত্ন করে লালন-পালন করেছি। এটি আমার পরিবারের সদস্যের মতো। তাকে সুলতান রাজা বলে ডাকলে আমার দিকে তাকায়। আবার কান নাড়ায়। ষাঁড়টি অনেক শান্ত প্রকৃতির।

রোজ শ্যাম্পু করা ‘সুলতান রাজা’র দাম ১০ লাখ

ষাঁড়টির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, চালের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া ও ছোলা। সব মিলিয়ে দিনে প্রায় ২০ কেজি খাবার খায় গরুটি।

তিনি বলেন, আমার খামারে দুগ্ধজাত গাভীসহ ৩৫টি গরু আছে। আজ মনোহর বাজারে সুলতান রাজাসহ তিনটি ষাঁড় বিক্রি করতে এনেছি।

সুলতান ওঝা তার ষাঁড়টি জেলার সবচেয়ে বড় ষাঁড় দাবি করে বলেন, ৪ জুলাই পর্যন্ত সুলতান রাজার ওজন ৩০ মণ। দাম চাচ্ছি ১০ লাখ টাকা।

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস বলেন, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সুলতান রাজা নামে ষাঁড়টি লালন-পালন করেছেন মালিক। কোনো সৌখিন ক্রেতা ষাঁড়টি উপযুক্ত দাম দিয়ে কিনলে মালিক উৎসাহিত হবেন।

ছগির হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।