উদ্বোধনের আগেই সেতু থেকে বিদ্যুতের তার চুরি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১০:৪০ এএম, ০৬ জুলাই ২০২২

পিরোজপুরে কচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনের আগেই কাউখালী প্রান্তের বিদ্যুৎ লাইনের তামার তার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে চুরি হওয়া তারগুলো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি ভাঙাড়ির দোকান থেকে বস্তাভর্তি অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ওই ভাঙাড়ি দোকানদারসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ভান্ডারিয়া উপজেলার ভাঙাড়ির দোকানদার বেলায়েত হোসেন, একই উপজেলার তারাবুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (৪৫) ও দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের জলিল হাওলাদারের ছেলে বেলায়েত হাওলাদার (৩০), কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের জাকির আকনের ছেলে তরিকুল ইসলাম (২০) একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কাউছার হোসেন (২২) ও হোসেন গাজীর ছেলে ওহিদুল গাজী (২৫) বেলায়েতের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বাকি চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, চোররা বেকুটিয়া সেতুর ল্যাম্পপোস্টের নিচের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের মাটির ওপরের ঢাকনা খুলে মূল্যবান তামার তার কেটে নিয়ে বিক্রি করেন। এ চোর চক্রের বিরুদ্ধে এর আগে বেকুটিয়া সেতুর লোহার রড ও পাঙ্গাশিয়া বাজারের ব্রিজের বিম, এঙ্গেলসহ মূল্যবান মালামাল চুরির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জাগো নিউজকে বলেন, বিদ্যুতের তার চুরির বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছিল। মামলার তদন্ত করে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই ভাঙাড়ির দোকান থেকে চার বস্তায় ভর্তি অবস্থায় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।