শিক্ষার্থীদের পদ্মা সেতু হয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৮ জুলাই ২০২২

স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাসযোগে জন্মভূমি নড়াইলে ফেরার সুব্যবস্থা করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (৮ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী একসঙ্গে নড়াইলের উদ্দেশ্যে রওনা হন।

jagonews24

আগে পদ্মা নদী পার হতে কোনো কোনো সময় দুই ঘণ্টাও লেগে যেতো। তবে স্বপ্নের পদ্মা সেতু হয়ে শিক্ষার্থীরা নদী পার হয়েছেন মাত্র ৬ মিনিটে। সকাল ৮টায় রওনা হয়ে তারা নড়াইলে পৌঁছান দুপুর ১২টায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নড়াইলের শিক্ষার্থীদের সংগঠন চিত্রার সভাপতি রাব্বি আহমেদ রাফি বলেন, ‘টিএসসি থেকে স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে আমরা একসঙ্গে এক বাসে করে জন্মভূমি নড়াইলে ফিরেছি। ক্যাম্পাসের প্রিয় মানুষগুলোর এভাবে একসঙ্গে বাড়ি ফেরার আনন্দ সত্যিই অসাধারণ। এ এক রোমাঞ্চকর অনুভূতি!’

সুন্দর এ আয়োজনের জন্য এমপি মাশরাফি বিন মর্তুজাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

jagonews24

নড়াইলের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফেরার খুশি এ আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এ খুশিকে দ্বিগুণ করতে আমাদের নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ঢাকায় অবস্থানরত নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহারের খুশি একসঙ্গে ভাগ করে মায়ের কোলে ফিরতে পারি।’

শিক্ষার্থীদের এভাবে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়ায় মাশরাফি বিন মর্তুজাকে ধন্যবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চিত্রার সাবেক সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ সোহান।

হাফিজুল নিলু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।