রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ক্যাবলসহ আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৯ জুলাই ২০২২
চুরি হওয়া ক্যাবল

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া কপার ক্যাবলসহ দুজনকে আটক করেছেন র‍্যাবের সদস্যরা।

শনিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের জিরো এলাকায় অভিযান চালিয়ে ক্যাবলসহ তাদের আটক করা হয়।

খুলনা সদর র‍্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে ২৯৫ কেজি ওজনের বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি হয়। শুক্রবার রাতে এ মালামাল চুরির ঘটনায় ওই কোম্পানির সাইট ইনচার্জ র‍্যাব-৬ এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ রামপালের ইকবাল শেখ (৪৫) ও মোল্লারহাটের নুর আলমকে (২৬) গ্রেফতার করা হয়। উদ্ধার মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় গানাত্রা হেভী লিফটারস কোম্পানীর পক্ষ থেকে রামপাল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।