খাগড়াছড়িতে ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২০ পিএম, ১০ জুলাই ২০২২

পাহাড়ের বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যদের মনোবল বাড়াতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি তিনি সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার (১০ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং পরে দীঘিনালা জোনের পাংখোয়া পাড়া সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান।

jagonews24

দুপুরের দিকে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাঘাইহাট জোনে এলে তাকে স্বাগত জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে সেনা সদস্যরা দায়িত্বপালন করছেন। তারা পরিবার-স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছেন। দেশের যে কোনো সংকটে সেনাবাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করছে।’

jagonews24

পরিদর্শনকালে বাঘাইহাট জোন এবং পরে দীঘিনালার পাংখোয়া পাড়া সেনা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান। পরে দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।

এ সময় সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।