ঈদগাহর সাজসজ্জা নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ১৫
মাগুরার মহম্মদপুর উপজেলায় ঈদগাহর সাজসজ্জাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ জুলাই) ঈদুল আজহার নামাজের পর উপজেলায় জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার নোহাটা ইউনিয়নের জয়রামপুর গ্রামের ওয়ার্ড মেম্বার ফরহাদ হোসেনের সঙ্গে স্থানীয় নাসির খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার ঈদুল আজহার নামাজ শেষে সবাই যার যার মতো বাড়ি ফিরে যান। নাসির খান ঈদগাহর সাজসজ্জার বিষয়ে কিছু ত্রুটি তুলে ধরে আগামীতে তা সমাধানের পরামর্শ দিলে ওয়ার্ড মেম্বার ফরহাদ তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাদের সমর্থকদের মধ্যে জানাজানি হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

ওসি বলেন, আহতদের মধ্যে লাকি খাতুন, মঞ্জুরা, আশরাফ খান, শিহাব খান, রুনা খাতুন, ফজর আলী, অঞ্জনাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কোনোপক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআরআর/এএসএম