১৪ বছর ধরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি দেন ছরোয়ার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ১৪ বছর ধরে গরু কোরবানি দিয়ে আসছেন কাজী ছরোয়ার হোসেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (১১ জুলাই) সকাল ১০টায় নিজ বাড়িতে তাদের নামে একটি গরু কোরবানি দেন তিনি।

কাজী ছরোয়ার নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেনের ছেলে হোসেন। ছাত্রজীবনে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি হাতেখড়ি তার। বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য তিনি।

কাজী ছরোয়ার হোসেন বলেন, ‘২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের নামে বড় একটি কোরবানি দিয়ে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। এ বছর কোরবানির মাংস নড়াগাতি ও কালিয়া উপজেলার নেতা কর্মীদের বাড়িতে পৌঁছে দেই। এ মহৎ কাজে মনের শান্তি পাই আমি। এছাড়া আমার বাবা মা, দাদা-দাদি, নানা-নানি, ভাই-বোন, ছেলে-মেয়ের নামে নামেও তিনটি গরু ও দুটি খাসি কোরবানি করি।
হাফিজুল নিলু/এসজে/জেআইএম