দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১২ জুলাই ২০২২

দিনাজপুর সদর উপজেলায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুর আলম (২৫)। তিনি ওই ইউনিয়নের রামজীবনপুর এলাকার মৃত আজগর আলীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে দশমাইল এলাকা থেকে আটক করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।