টাঙ্গাইল মহাসড়কে নেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ। এর ফলে মহাসড়কে নেই বাড়তি কোনো গণপরিবহনও। ঈদুল আজহার ছুটির শুরুতে এ মহাসড়কে ঘরমুখো মানুষের যে ঢল ছিল, ছুটির শেষে ঠিক তার বিপরীত চিত্র দেখা গেছে।
বুধবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা, রসুলপুর, পৌলী ও এলেঙ্গা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।
মহাসড়কে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে গণপরিবহন। সড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও নেই বাড়তি কোনো গণপরিবহন। এর ফলে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা। নেই যানজট বা পরিবহনের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন। বাসগুলোর অধিকাংশ আসনই ফাঁকা।

সায়ান পরিবহনের একটি বাসের সহকারী রেজাউল বলেন, ঈদের ছুটি শেষ হলেও বাসস্ট্যান্ড বা সড়কে তেমন একটা যাত্রী নেই। কিন্তু গাড়ির খরচ তো আছেই। এ কারণে বাধ্য হয়ে যাত্রী তুলছি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী সবকটি সড়কেই স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এছাড়া মহাসড়কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।
আরিফ উর রহমান টগর/এমআরআর/জেআইএম