ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো মাইক্রোবাস, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৫ জুলাই ২০২২
এক্সপ্রেসওয়েতে উল্টে যাওয়া মাইক্রোবাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে চাকা বিস্ফোরণ হয়ে উল্টে গেছে একটি মাইক্রোবাস। এ সময় আহত হয়েছে গাড়িতে থাকা পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জিয়াউর রহমান (৩০), ওমর পলাশ (৩২), মিঠু (৩২), শিহাব (২৮), তুহিনকে (২৯)।

jagonews24

শ্রীনগর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শাহ-আলম জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজল হোসেন জাগো নিউজকে বলেন, ৯ যাত্রী নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে শ্রীনগর এলাকায় পৌঁছালে গাড়িটির পেছনের বাম পাশের চাকা বিস্ফোরণ হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একযাত্রীর হাতে কিছু অংশ কেটে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।