বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৭ জুলাই ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন তেবাড়িয়া রেল গেইট এলাকায় দুর্ঘটনা ঘটে। মাহফুজ নাটোর শহরের লেঙ্গুরিয়া বিহারীপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মাহফুজ হোসেন লাল তেবাড়িয়া রেল গেইট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে স্টেশন বাজার যাচ্ছিলেন। এসময় রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের তৎপরতা চালছে।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।