খাগড়াছড়িতে চিকিৎসকের বিরুদ্ধে দুদকের মামলা, প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৭ জুলাই ২০২২

পাহাড়ের মানবিক চিকিৎসক শহীদ তালুকদারকে দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি নাগরিক সমাজ। একই সঙ্গে আইনমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার (১৭ জুলাই) সকালে খাগড়াছড়ি শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

নাগরিক সমাজের আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান, প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রকৌশলী নির্মল দাশ, নারী অধিকার নেত্রী শেফালিকা ত্রিপুরা, সাংবাদিক চিংমেপ্রু মারমা ও নাগরিক সমাজের সদস্য সচিব আবু দাউদ প্রমুখ।

jagonews24

মানববন্ধনের বক্তব্য বক্তারা বলেন, ডা. শহীদ তালুকদার একজন সাদামনের মানুষ। পাহাড়ের মানবিক চিকিৎসক। একজন অসাম্প্রদায়িক চিকিৎসক। কঠিন সময়ে রাঙামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব নিয়ে সরকারের গুরু দায়িত্ব পালন করছেন।

অবিলম্বে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে তাকে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবী জানান বক্তারা। অন্যথায় পাহাড়ের সাধারণ মানুষ রাস্তায় নেমে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রায় এক হাজার লোকের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।

ডা. শহীদ তালুকদার বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।