বগুড়ায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৯ জুলাই ২০২২
গ্রেফতার মনির হোসেন

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে (২৮) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের নিউ কলোনী চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার বা অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এরপরও তাকে সান্তাহার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ নিয়ে অবশ্য স্থানীয় ত্যাগী যুবলীগ নেতারা ক্ষোভ প্রকাশ করেন। আর মনির হোসেন এই রাজনৈতিক পদবিকে পুঁজি করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

সোমবার রাত সাড়ে ১২টায় সান্তাহার পৌর শহরের নিউ কলোনী চা-বাগান এলাকায় মনির ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, মনির একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, সান্তাহার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মাসুদ রানা বলেন, মনিরের বিষয়টি উপজেলা ও পৌর যুবলীগ নেতাদের জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।