পাবনার শ্রেষ্ঠ ওসি হলেন ঈশ্বরদীর অরবিন্দ
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জমান সরকার প্রমুখ।
এ সময় বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ আরও ১৪ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
এসআর/এএসএম