রাতেও উড়ছিল জাতীয় পতাকা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলা প্রাণিসম্পদ ভবনে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২০ জুলাই) রাত ৮টার দিকে কয়েকজন পথচারী উপজেলা প্রাণিসম্পদ ভবনে পতাকা উড়তে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় হাবিবুর রহমান বলেন, ‘এই অফিসে কেবল বুধবার রাতেই না, এরআগেও একাধিকবার রাতে জাতীয় পতাকা উত্তোলন করা ছিল। আবার অনেক সময় দিনের বেলায়ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।’
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সরিফুল ইসলামের মোবাইলে কল করা হয়। তবে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘জাতীয় পতাকার টাঙানো ও নামানোর দায়িত্ব অফিস সহায়কের। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহায়ক সিদ্দিকুর রহমান বলেন, ‘বগুড়া শহর থেকে আমার আসতে দেরি হওয়ায় জাতীয় পতাকা নামানো হয়েছিল না। পরে রাতে এসে পতাকা নামিয়েছি। ভুলবশত এটা হয়েছে।’
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এসআর/জেআইএম