রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ঈশ্বরদীর সাঁড়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:৪৪ এএম, ২২ জুলাই ২০২২
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের পুরস্কার পেয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন পরিষদ। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে ১০ ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের হাতে পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ড. কুস্তরী কুইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

এমদাদুল হক রানা সরদার পুরস্কার প্রাপ্তির আনন্দে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সব পুরস্কারে একটি আলাদা আনন্দ আছে। আমি সব সময় মানুষের পাশে থেকে এভাবে সেবা করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।