এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৪ জুলাই ২০২২

মুন্সিগঞ্জের শ্রীনগরে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের কেওয়াটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

নিহতের নাম কার্তিক পাল (৫০)। তিনি হাসাড়া কুমারপাড়া এলাকার মৃত উষা রঞ্জন পালের ছেলে। অপরদিকে আহত হন তার স্ত্রী সরুধনী পাল (৫০), লিপি পাল (৩৬) ও বাসন্তী পাল (৪০)।

jagonews24

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, দুপুরে এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়ক হয়ে মাওয়ার অভিমুখে যাচ্ছিলো যাত্রীবাহী মিশুকটি। গাড়িটি কেওয়াটখালি এলাকায় পৌঁছালে মাওয়া থেকে আসা একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কার্তিক পাল নিহত হন। আহত হন তার স্ত্রীসহ আরও তিনজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।