গোপনাঙ্গ চেপে ধরে স্বামীকে হত্যা, কারাগারে তৃতীয় স্ত্রী
বগুড়ার ধুনটে কৃষক আব্দুর রহিম (৬৫) হত্যা মামলায় তার তৃতীয় স্ত্রী বিউটি খাতুনকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নামে এক কৃষককে হত্যার অভিযোগে তার তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার সকালের দিকে নিহতের মা বিলকিছ বেগম বাদি হয়ে এ মামলা করেন। মামলার একমাত্র আসামী নিহতের তৃতীয় স্ত্রী বিউটি খাতুন (৪০)।
সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
এরআগে সকালে নিহত আব্দুর রহিমের মা বিলকিছ বেগম বাদী হয়ে একটি মামলা করেন।
রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম একই গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিউটি খাতুন শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে। তিনি আব্দুর রহিমের তৃতীয় স্ত্রী। প্রায় ছয় বছর আগে তাদের বিয়ে হয়। রোববার সকালের দিকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রহিম বিউটি খাতুনকে মারপিট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে বিউটি খাতুনকে আটক করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি খাতুন তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর/এএসএম