ছুটি শেষে মাদরাসায় ফেরা হলো না ইউসুফের
ঈদের ছুটি কাটিয়ে মাদরাসায় ফেরার পথে চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু ইউসুফ (১১) নামের এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টায় ভাটিয়ালপুর-হরিণা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মিজি বাড়ির প্রবাসী মো. মোবারক হোসেন মিজির একমাত্র ছেলে। সে হাইমচরের আলগী বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা মনির হোসেন মিজির মোটরসাইকেলে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয় ইউসুফ। পথে হঠাৎ বাইক থেকে ছিটকে পড়ে সে। এ সময় হরিণা ফেরিঘাট থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইউসুফ। তার চাচা মনিরও আহত হন।
নিহত ইউসুফের চাচা শাহ ইমরান বলেন, ‘মোটরসাইকেলচালক আমার চাচাতো ভাই। তার ভাতিজাকে নিয়ে মাদরাসায় যাচ্ছিল। পথে পণ্যবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউসুফ মারা যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম