বগুড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৬ জুলাই ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার এবং থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন মঙ্গলবার ভোর সাড়ে চারটায় সান্তাহার রেলওয়ে থানার পুরানাপইলের তাজপুর সারপুকুর এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তার পরিচয় উদঘাটনের জন্য রাজশাহী সিআইডি ক্রাইম সিনে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।