মেঝেতে পড়েছিল স্বামীর মরদেহ, স্ত্রী পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৮ জুলাই ২০২২

টাঙ্গাইলের বিশ্বাস বেতকা এলাকার একটি বাড়ি থেকে আবু সাঈদ (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ওই এলাকার হুমায়নের ভাড়া দেওয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে ৬ মাসের এক কন্যা শিশু সন্তান পাওয়া গেলেও পলাতক রয়েছেন নিহতের স্ত্রী।

আবু সাঈদ টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটিয়ার ওমর আলীর ছেলে। পলাতক হৃদয় বানু (৩৪) হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়তুন নেছার মেয়ে।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে স্ত্রীকে নিয়ে আবু সাইদ এ ঘরটি ভাড়া নেন। ঘরে ওই শিশুকে নিয়ে হুদয় বানু একা থাকতেন। মাসে দু-একদিনের জন্য স্বামী আবু সাইদ আসতেন। প্রায়ই তাদের ঝগড়া হতো। এছাড়াও বিভিন্ন ধরনের লোকজন আসতেন তাদের ঘরে। তাদের উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। হৃদয় বানুর ভোটার আইডি কার্ডেও স্বামীর নাম সাবাজ মিয়া, গ্রাম রাজাপুর ও জেলা হবিগঞ্জ আর হবিগঞ্জ জেলার বাহুবল থানার জয়তুন নেছার মেয়ে এ তথ্য পাওয়া গেছে।

jagonews24

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সরোয়ার হোসেন জানান, সকাল ১০টার দিকে ৬ মাসের শিশু কান্না শুনে প্রতিবেশীরা দরজা খুলে উঁকি দিলে মেঝেতে মরদেহটি পরে থাকতে দেখে আমাদের খবর দেয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্ত্রী পলাতক রয়েছেন। শিশুটিকে প্রতিবেশীর হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।