লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখো হনুমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৮ জুলাই ২০২২

বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে কালোমুখো একটি হনুমান। হনুমানটি কোথা থেকে এসেছে কেউ বলতে পারছেন না। সপ্তাহ ধরে হনুমানটি শহরের গোকুল, বাঘোপাড়া, ঠেঙ্গামারা, উপশহর, নিশিন্দারা, শাহপাড়ায় হনুমানটি দেখা যাচ্ছে।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনভায়রনমেন্ট কলেজের অ্যান্ড এনার্জি রিসার্চের (তীর) সাবেক সভাপতি জানান, দেশে কলোমুখো হনুমানের বাস যশোরের কেশবপুর ও মনিরামপুর এলাকায়। ওই এলাকা থেকে দল ছুট হয়ে বগুড়া অঞ্চলে আসতে পারে। বগুড়া অঞ্চলে হনুমান নেই। যে হনুমান দেখা যাচ্ছে তারা ভারত থেকে আমদানি হওয়া কোনো ফল বা খাদ্যের ট্রাকে এসে নেমেছে। বগুড়ার গোকুল ও নিশিন্দারা ছোট ও মাঝারি একেক ধরনের হনুমান চোখে পড়ছে। সম্ভবত পুরুষ ও স্ত্রী দুই শ্রেণির হনুমান রয়েছে। এরা লম্বায় প্রায় ৩০ ইঞ্চি। উচ্চতা অন্তত ২৪ ইঞ্চি। শরীর থেকে লেজ বেশি বড়। মানিক ১০-১২ কেজি হবে। এদের কান, মুখ, পায়ের পাতা কুচকুচে কালো।

লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখো হনুমান

সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এসএম ইকবাল বলেন, কালোমুখের এ হনুমানগুলো যশোরে দেখা যায়। দলছুট হয়ে তারা এ অঞ্চলে আসতে পারেন। এরা খুব নিরীহ প্রাণী।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।