বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
অর্থ আত্মসাতের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওয়াজেদ হোসেনকে (৫০) রাজধানীর রামপুরা থেকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) দুপরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল হাসান।
ওয়াজেদ হোসেন উপজেলার নামুজা ভাণ্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
এসআই জাকির আল হাসান জানান, গ্রেফতার ওয়াজেদ হোসেন উপজেলার নামুজা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে দেড় কোটি টাকা ঋণ নেন। এসব ঋণ পরিশোধ না করে ৪-৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। এতে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মামলা দেন। আদালতের তার নামে আট মামলায় ১০ বছরের সাজা ও দেড় কোটি টাকা প্রদানের রায় ঘোষণা হয়।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওয়াজেদকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
আরএইচ/জেআইএম