শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ৩০ জুলাই ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফিজার হোসেন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোরদৌড় গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

ফিজার হোসেন উপজেলার খানপুর ইউনিয়নের নলবাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টিপাত শুরু হয়। এরমধ্যে মাঠে আমন ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করার কাজ করছিলেন তিনি ফিজার হোসেন। এসময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ফিজার হোসেনের শরীরের কিছু অংশ পুড়ে যায়। এলাকার লোকজন ওই কৃষককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিন বলেন, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে মাঠে কাজ করছিলেন ফিজার হোসেন। বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।