বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্ভবত নিহত ব্যক্তি দিনমজুর। হামছায়াপুর গ্রামে দিনমজুরি শেষে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
এছাড়া দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআরআর/জেআইএম