পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে আটক ২
পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বগুড়ায় দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শিবগঞ্জের দেউলি দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন বাদশার ছেলে সাহাদত হোসেন লিটন (৩০) ও বুজরুক মাঝিড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মাসুদ রানা (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ছয়টি হার্ডডিক্স, দুইটি মনিটর, দুইটি সিপিইউ, দুইটি কিবোর্ড, দুইটি মাউস ও পাঁচটি ক্যাবল এবং দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, আটকরা দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং সেন্টারের আড়ালে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ/জেআইএম