জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৩১ জুলাই ২০২২

ফেনীর সোনাগাজীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, সফর আলী ভূঞা বাড়ির মাহবুবুল হকের সঙ্গে একই গ্রামের নুর ইসলামের ছেলে নাছির উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ফেনীর আদালতে একাধিক মামলা বিচারাধীন। রোববার সকালে মাহবুবুল হক তার মালিকানাধীন মুদিদোকান খুলে বসেন।

এ সময় পূর্ব শত্রুতার জেরে নাছির উদ্দিন, তার স্ত্রী জেসমিন আক্তার, মেয়ে পিংকি, নাসরিন, শারমিন, ভাড়াটে আবুল কাসেম, বাবুল মিয়া, মো. হোনা মিয়াসহ ১০-১৫ জন তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে তার মেয়েজামাই একরামুল হক তৌহিদ, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে সুলতানা আক্তার ও বিবি আয়েশা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে নাছির উদ্দিনের মোবাইলে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।